Loading Now

পাঁচ উইকেটে হারিয়ে বিপদে বাংলাদেশ

 

স্পোর্টস ডেক্স ।।

চেন্নাই টেস্টের প্রথম দিনে ঝলক দেখান বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ভারতের চার ব্যাটারকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। তবে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে শক্ত অবস্থানে থেকে প্রথম দিন শেষ করে ভারত।

দ্বিতীয় দিনে হাসানের ফাইফারে ৩৭৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ভারতীয় পেসারদের তোপের মুখে দলীয় ৫০ রানের আগে ৫ উইকেট হারায় টাইগাররা।

 

ভারতের দেওয়া ৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ রান করে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হন তিনি। এরপর জাকির হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন আকাশ দ্বীপ। জাকির ২২ বলে ৩ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুমিনুল হক। ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেই দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শান্ত ৩০ বলে ২০ ও মুশফিকুর রহিম ১৪ বলে ৮ রান করে ফিরে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৭ রান বাংলাদেশের।

Post Comment

YOU MAY HAVE MISSED