Loading Now

পাঁচ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ, জরিমানা

 

পিরোজপুর প্রতিবেদক ॥

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের নকল কীটনাশক জব্দ করেছে। এসময় নিষিদ্ধ বালাইনাশক মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে আল মদিনা এন্টারপ্রাইজ এর মালিক মো. আব্দুস সালাম নামে এ কীটনাশক ব্যবসায়িকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কীটনাশক ব্যবসায়ি আব্দুস সালাম এর বসতবাড়ির গুদাম থেকে নিষিদ্ধ কীটনাশ উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্রে জানাগেছে, গত ১০ বছর আগে কৃষির বালাইনাশক ডায়াজনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু বালাইনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষদ্ধ ঘোষণা করে। কিছু অসাধু ব্যবসায়ি এসব ওষুধ মজুদ করে নিরীহ কৃষকের মাঝে সরবরাহ করে আসছিলো। সংবাদ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক দেবশীষ রায় এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার ভান্ডারিয়ার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ বালাইনাশক উদ্ধার করে। ওই বালাইনাশক স্থানীয় কীটনাশক ও সার বিক্রেতা মো. আব্দুস সালাম যশোরের অভয়নগরের মেসার্স নবী এন্টারপ্রাইজ হতে সংগ্রহ করে নিজ গুদামে মজুত করে স্থানীয় কৃষকদের সরবরাহ করে আসছিলো। ভোক্তা অধিকার অভিযুক্ত কীটনাশক বিক্রেতাকে ৮০ হাজার টাকা জরিমানা করে। পরে উদ্ধারকৃত বালাইনাশক আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

এ ব্যাপারে পিরোজপুর জেলা ভোক্তা অধিকার দপ্তরের পণ্য নিরাপত্তা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, উদ্ধারকৃত বালাইনাশক গত ১০ বছর আগে সরকার নিষদ্ধ ঘোষণা করে। কৃষির এ সকল ওষুধ উৎপাদন, মজুত ও বাজারজাত নিষিদ্ধ। উদ্ধারকৃত বালাইনাশক অগ্নিসংযোগ করে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED