পাথরঘাটায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
পাথরঘাটা প্রতিবেদক ॥
পাথরঘাটায় বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ১০টার দিকে বিষখালী নদী সংলগ্ন কালমেঘা ব্লক এলাকা থেকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া য়ায়নি।
জানা যায়, সকালে স্থানীয়রা বিষখালী নদীর কালমেঘা ব্লক এলাকায় একটি লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, স্থানীয়দের তথ্য মতে ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
Post Comment