Loading Now

পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন বিষয়ক কর্মশালা

 

নিজস্ব প্রতিবেদক ॥

২২ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ হালনাগাদকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব, পরিকল্পনা, উন্নয়ন ও পরিসংখ্যান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, টেকনিক্যাল অফিসার ইউএনএফপিএ ঢাকা রুমানা পারভীনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ। শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় পরে উন্মুক্ত আলোচনা শেষে অতিথির পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বরিশাল মহিলা অধিদপ্তরের উপপরিচালক মেহের নাহার মুন্নি।

Post Comment

YOU MAY HAVE MISSED