Loading Now

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে ছাত্র-জনতা রাজপথে নামবে: মুফতি ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক ।।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন না হলে দেশপ্রেমিক ছাত্র-জনতা তাদের দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে। এই পদ্ধতিতে নির্বাচনের ফলে নিবন্ধিত প্রায় প্রতিটি দলই ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়।

তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির বিরোধিতা করে যাচ্ছে এবং তারা আমাদের বৈরী রাষ্ট্রের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়নের ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত।

রবিবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম আরও বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থাকে না। অবৈধভাবে ভোটকেন্দ্র দখল, ভোট ডাকাতির উৎসব, দাঙ্গা-হাঙ্গামা, হরতাল, অবরোধ, ঘেরাও, জ্বালাও-পোড়াও, সহিংসতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা এসব থেকে মুক্ত থাকা যায়। ফলে দেশে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হয়ে প্রত্যাশিত শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হবে এবং জনগণ স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারবে।

তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা নির্বিঘ্নে দেশে বিনিয়োগ করবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ শিগগিরই আত্মনির্ভরশীল, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ আদর্শ রাষ্ট্রে পরিণত হবে।

ফয়জুল করীম দাবি করেন, বিশ্বের ৯১টিরও বেশি দেশ কোনো না কোনো ধরনের পি.আর. পদ্ধতি অনুসরণ করে সুফল পাচ্ছে। তাই বাংলাদেশেও এই দাবি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

 

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল নগর সভাপতি প্রফেসর লোকমান হাকীম। সঞ্চালনায় ছিলেন নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের এবং জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।

Post Comment

YOU MAY HAVE MISSED