Loading Now

পিরোজপুরের ২ রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

পিরোজপুর প্রতিনিধি ।।

অনিয়ম-দুর্নীতি, চেম্পারিং ও ঘুষের বিনিময়ে দলিল রেজিস্ট্রির অভিযোগে পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুদক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানান জেলা দুদক কার্যলয়ের সহকারী পরিচালক জাকির হোসেন।

দুদক জানায়, পিরোজপুরেের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে অনিয়ম-দুর্নীতি চেম্পারিং ও ঘুষের বিনিময়ে দলিল রেজিস্ট্রি অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়।

এদের মধ্যে প্রায় ৫০ জন নকলনবিশ অফিস ক্যাম্পাসে বসার কথা থাকলেও তারা সরাসরি অফিসের ভেতরে কর্মকর্তাদের মতো বসে সেবা দিচ্ছে, যা সম্পূর্ণ নিয়ম বর্হিভূত। এছাড়া ২ জন নকলনবিশ মর্জিনা খানমের কাছ থেকে ৫০ হাজার এবং শিল্পি রানীর কাছ থেকে নগদ ১৭ হাজার ৬৭ হাজার টাকা সন্দেহজনকভাবে উদ্ধার করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য রেখেছি।

অভিযুক্ত মর্জিনা খানম (৪৩) সদর উপজেলার বাঁশবাড়িয়া এলাকার মানিক সিকদারের স্ত্রী। শিল্পি রানী (৪৮) নাজিরপুর উপজেলার শ্যামল বড়ালের স্ত্রী। তারা ২ জনই নকলনবিশ হিসেবে কর্মরত আছেন।

জেলা দুদক কার্যলয়ের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, অনিয়ম-দুর্নীতি, চেম্পারিং ও জালিয়াতির মাধ্যমে দলিল রেজিস্ট্রির অভিযোগে জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করা হয়। বেশ কয়েকটি অনিয়ম পাওয়া যায়। এদের মধ্যে এখানে নকলনবিশরা অফিসে কর্মকর্তাদের মতো একইভাবে কাজ করছে, যা নিয়ম বর্হিভূত।

এছাড়া ২ জনের কাছ থেকে সন্দেহজনকভাবে ৬৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

Post Comment

YOU MAY HAVE MISSED