Loading Now

পিরোজপুরে আগুনে ৮ দোকান ভস্মীভূত

 

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বাজারে ৮টি দোকান আগুনে পুড়ে গেছে। উপজেলার শ্রীরামকাঠী বাজারে বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার সময় শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইলসহ মোট ৮টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের প্রত্যেকের দোকানেই মালামাল ছিল। তাঁরা তাঁদের কোনো মালামালই রক্ষ করতে পারেননি। এতে তাঁদের কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা তাঁদের।

শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান বলেন, ‘আগুন লাগার খবর শুনে আসতে আসতে আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED