পিরোজপুরে ঔষধ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিলো প্রশাসন
পিরোজপুর প্রতিনিধি ।।
পিরোজপুরের কাউখালীতে ঔষধ ব্যবসায়ী সংগঠন একত্রিত হয়ে এমআরপি ছাড়া ঔষধ না বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ বিভিন্ন অনলাইনে তাদের প্রতিবাদ ব্যক্ত করে। কারণ তারা এর পূর্বে ঔষধ ব্যবসায়ীদের কাছ থেকে প্রকার বেধে ৮ থেকে ১০ শতাংশ কমিশনে ঔষধ ক্রয় করতে পারতো।
এছাড়াও নিম্ন মানের যে সকল ঔষধ কোম্পানি রয়েছে সেই সকল ঔষধগুলো অধেক দামেও বিক্রি করলেও বেশ লভাংশ থাকে বলে নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক ঔষধ ব্যবসায়ীরা জনান। অথচ এসকল ঔষধগুলো কিছু কিছু ঔষধ ব্যবসায়ী খপ্পরে পড়ে সকল ব্যবসায়ীদের নিয়ে একটি সিন্ডিকেট করে চিঠি প্রদান করে যে, ঔষদের গায়ের মূল্যে নিচে কোন ঔষধ বিক্রি করা যাবে না।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা তার দপ্তরে, থানার ওসি মোঃ সোলায়মানসহ সকল ঔষধ ব্যবসায়ীদেরকে নিয়ে এক জরুরী সভা করেন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ব্যবসায়ীরা স্বাধীনভাবে ঔষধ বিক্রয় করবে এতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, ব্যবসায়ীরা স্বাধীন ভাবে ব্যবসা করবে। কোন পক্ষ যদি চাপ সৃষ্টি করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Post Comment