পিরোজপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
পিরোজপুর প্রতিনিধি ।।
পিরোজপুরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রোববার ভোরে সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় এক ব্যক্তিকে ডাকাত সন্দেহে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. মহারাজ (৪০)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার মালুহার গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। আটক ব্যক্তির নাম সবুজ হাওলাদার (৩৮)। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও পশ্চিম দুর্গাপুর গ্রামের বাসিন্দা অনুকূল চন্দ্র রায় ওরফে দুলাল রায়ের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে নেয় তারা। গ্রামবাসীর সহায়তায় দুজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ওই দুজনকে পিটুনি দেন গ্রামবাসী।
সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, খবর পেয়ে পশ্চিম দূর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেয় পুলিশ। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত সবুজ পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।
সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায়ের ভাই অমলেশ চন্দ্র রায় জানান, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় বিকেলে সবুজসহ তিনজনের নামে থানায় মামলা করেছেন অনুকূল চন্দ্র রায়। অজ্ঞাত আসামি করা হয়েছে ৪-৫ জনকে। হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।



Post Comment