Loading Now

পিরোজপুরে দোকান ও মন্দিরে হামলা, আহত ১০

 

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক ব্যক্তির দোকান ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে ১০ জনকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মাঠিভাংঙ্গা ইউনিয়নের সামন্তকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সামন্তকাঠী পশ্চিম চরপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির সভাপতি মিলন গাইন ও তার স্ত্রী ইরানী গাইন এবং ব্যবসায়ী রেবতী গাইন ও তার স্ত্রী বীথি গাইন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

গ্রেপ্তাররা হলেন- ছাব্বির সেখ (২৩), মুস্তাকিন সেখ (২০) এবং নয়ন সেখ (২০)। তারা মাঠিভাংঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আহত রেবতী গাইন বলেন, কয়েকদিন আগে আমার চায়ের দোকানে বসে স্থানীয় কয়েক ছেলে চা খাচ্ছিলেন। এ সময় তারা দীর্ঘ সময় ফ্রি ওয়াইফাই (ইন্টারনেট) ব্যবহার করছিলেন। এ নিয়ে তাদের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। পরে তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। এ নিয়ে শুক্রবার সকালে স্থানীয় পর্যায়ে শালিসে মীমাংসার কথা থাকলেও তারা আসেননি। পরে রাতে ১৫ থেকে ২০ জন এসে দোকানে হামলা চালায়। এ সময় তারা আমাকে মারধর ও মালামাল লুটপাট করতে থাকেন। আমার স্ত্রী বীথি বাধা দিতে তাকেও মারধর করা হয়।

তিনি বলেন, দোকানে হামলা শেষে যাওয়ার পথে তারা সামন্তকাঠী পশ্চিম চরপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির হামলা করে। এ সময় মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়। তাদের বাধা দিলে মন্দির কমিটির সভাপতি মিলন গাইন ও তার স্ত্রী ইরানীকেও মারধর করা হয়।’

মিলন গাইন বলেন, রেবতী গাইনের দোকানে হামলার সময় তার চিৎকার শুনে আমরা ছুটে যাই। এ সময় হামলাকারী আমাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। হামলা শেষে ফিরে যাওয়ার পথে তারা মন্দির ও প্রতিমা ভাঙচুর করে। বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে রড ও জিআই পাইপ ছিল।

নাজিরপুর থানার ওসি মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় রেবতী গাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানান তিনি।

খবর পেয়ে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মন্দির ও প্রতিমা স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি মিলন গাইন।

Post Comment

YOU MAY HAVE MISSED