পিরোজপুরে নকলে দায়ে পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহিত
পিরোজপুর প্রতিনিধি ।।
পিরোজপুরের মঠবাড়িয়ার বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদরাসার ফাজিল পরীক্ষার কেন্দ্রে অসদুপায় অবলম্বনের ঘটনায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফাজিল আরবি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম এবং ধানীসাফা সালেহিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক নুর মোহাম্মাদ।
বহিষ্কৃত পরীক্ষার্থী হলেন আরীফ হোসেন। কেন্দ্র পরিদর্শক ফিরোজ আলম তাকে বহিষ্কার করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঠবাড়িয়া সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকায় অবস্থিত বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার আরবি প্রথমপত্র পরীক্ষা চলছিল। উপজেলার সাতটি মাদরাসার ১৬২ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেন ১৪৭ জন। পরীক্ষা শুরুর পর শিক্ষকরা জোটবদ্ধ হয়ে পরীক্ষার্থীদের অবাধে অসদুপায় অবলম্বন করার সুবিধা দিচ্ছিলেন।
খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা পরীক্ষাকেন্দ্রে গিয়ে দায়িত্বরত শিক্ষকদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি নির্বাহী ম্যাজিট্রেটকে জানানো হয়। পরে তিনি কেন্দ্র পরিদর্শন করে অভিযুক্ত দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। একইসঙ্গে এক পরীক্ষার্থীকে নকলরত অবস্থা ধরে বহিষ্কার করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম মাদরাসা কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, পরীক্ষাকেন্দ্রে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। অভিযুক্ত দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল কাইয়ূম বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Post Comment