Loading Now

পিরোজপুরে বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের নাজিরপুরে আইনজীবী তাপস কুমার ভক্তের মা লক্ষ্মীরানী ভক্তকে (৭৫) হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত লক্ষ্মীরানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তের স্ত্রী ও পিরোজপুর জেলা জজ কোর্টের আইনজীবী তাপস কুমার ভক্তের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় নুর ইসলাম শেখ নামের এক ব্যক্তি খেজুরের রস দিতে আজ সকালে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেয়ে পাশের বাড়ির কৃষ্ণা মণ্ডলকে ডাকেন। কৃষ্ণা মণ্ডল ঘরে ঢুকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে মৃত দেখতে পান।

নিহতের ছেলে আইনজীবী তাপস কুমার ভক্ত বলেন, আজ ভোরে তিনি তার মাকে হত্যার খবর পেয়ে বাড়িতে এসে বসতঘরের খাটের উপর তার হাত-পা বাঁধা লাশ দেখতে পান। স্থানীয় একটি গ্রুপের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে তার মাকে হত্যা করা হতে পারে।

 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, ঘরের পেছন থেকে সিঁধ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Post Comment

YOU MAY HAVE MISSED