Loading Now

পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দু গ্রুপের সংঘর্ষে আহত ৫

পিরোজপুর সদর উপজেলায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতবিনিময় সভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

সভায় ছাত্রলীগের কর্মীরা ঢুকে হামলা চালিয়েছেন বলে দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। তবে পুলিশ বলছে, দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে হামলা।

সোমবার দুপুরে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার মো. শফিকুল ইসলাম।
আহতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রেদওয়ান আহম্মেদ (২২) এবং স্বাধীনকে (২০) পিরোজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুরের নেতা আসমা আরা মিতু বলেন, “৫ অগাস্ট বিজয়ের পর আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। সেই থেকে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। তারাই আজকে এ হামলার ঘটনা ঘটিয়েছে। আমাদের মধ্যে ছাত্রলীগ ঢুকে এ হামলা চালিয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জান্নাত রোশনীর দাবি, “আগে এত নেতাকর্মী ছিলো না। আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা সুযোগ সন্ধানী। সুযোগ বুঝে তারা হামলা চালিয়েছে।”
পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সমন্বয়করা আবার মতবিনিময় সভা শুরু করেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি এবং এস এ সাঈদ উপস্থিত ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED