পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ২ পরিবারের ৮ জন নিহত
কুয়াকাটায় বেড়ানো শেষে প্রাইভেটকারযোগে ঢাকায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পিরোজপুরে ২ পরিবারের ৮ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন শিশু, ২ জন নারী ও ২ জন পুরুষ।
বৃহস্পতিবার ভোররাতে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের কদমতলা ইউনিয়নের ঘ্যানসা গ্রামের নূরানী গেটের কাছে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী খালের মধ্যে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার ভাইজোড়া গ্রামের শাওন (৩২), তার স্ত্রী আমিনা (২৫), তাদের দুই সন্তান শাহাদাত (৭) ও আব্দুল্লাহ এবং শেরপুর সদর উপজেলার রমনাথপুর গ্রামের মোতালেব শেখ (৪৫), তার স্ত্রী সাবিনা (৩০) এবং তাদের দুই সন্তান মুক্তা (১২) ও সোয়াইব (২)।
ভোররাত প্রায় দুই টার দিকে দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনাকবলিতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায় বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের সকলকেই মৃত ঘোষণা করেন।
শাওন ও মোতালেব ঢাকার ভাষানটেকে বাস করত। দুই দিন আগে পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিল তারা। সেখান থেকে ফেরার পথে শাওন নিজেই গাড়ি চালাচ্ছিল এবং ঢাকায় যাওয়ার পথে নিজের গ্রামের বাড়িতে কিছু সময় অবস্থান করতে চেয়েছিল সে।
তবে বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গাড়িটি পিরোজপুর সদর উপজেলার ঘ্যানসা নামক স্থানে পৌছার পর এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালের মধ্যে পড়ে যায়। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনাকবলিতদের বের করার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর স্থানীয় চৌকিদারের মাধ্যমে তারা পিরোজপুর সদর থানায় বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তবে দূর্ঘটনাকবলিত আটজনের সকলকেই মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন।
Post Comment