Loading Now

পিরোজপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

 

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের নেছারাবাদে এক যুবকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক মোক্তার আলমের আদালতে এ রায় দেন। রায় ঘোষণার সময়ে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক রয়েছেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রফিকুল ইসলাম (৫৫), জসিম আকন (৪৫), আ. জব্বার হিরু (৭০), খোকন মোল্লা (৫০)। রায় ঘোষণার সময় আসামি রফিকুল ইসলাম, জসিম আকন পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালে ভিকটিম হারুন অর রশিদ (৩৫) বরিশাল একাউন্টস অফিসের এম এল এস এস পদে চাকরি করতেন। তার সঙ্গে কম বেশি টাকা থাকত এটা সবাই জানতেন।

ঘটনার রাতে ভিকটিম তার এলাকায় যাওয়ার পথে নেছারাবাদের সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের একটি খালের পাশে গেলে আসামিরা তাকে হত্যা করে ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে তাকে হত্যা করে খালের পাশে ফেলে রাখে। এ ঘটনায় ২০০৬ সালের ২৭ অক্টোবর সারেংকাঠি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পবলিক প্রসিকিউটর অ্যাড. ওয়ালিদ হাসান বাবু জানান, ২০০৬ সালে নেছারাবাদ উপজেলার সারেংকাঠি গ্রামে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়ার মামলায় চার আসামিকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অনাদায়ে তাদের আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় আ. জব্বার হিরু, খোকন মোল্লা আদালতে উপস্থিত ছিলেন বাকি দুই আসামি পলাতক রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED