পিরোজপুরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে মো. খাইরুল ইসলাম(৪০) নামে শীর্ষ মাদক ব্যবসায়ীকে পিরোজপুরের নেছারাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি দল নেছারাবাদে সোহাগদল ইউনিয়নের বছরাকাঠি গ্রামের আসামীর নিজ বসতঘর থেকে ১৬ কেজি গাজা সহ তাকে গ্রেফতার করা হয়।
খাইরুল ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। গোয়েন্দা শাখার ওই টিম খাইরুলকে গ্রেফতার করে গাজা সহ নেছারাবাদ থানায় হস্তান্তর করে। থানা পুলিশ তাকে আদালতে প্রেরন করেছে।
বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক(এস,আই) মো. ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে এসে নেছারাবাদ উপজেলার বছরাকাঠি মিস্ত্রী বাড়ীতে অভিজান চালিয়ে গ্রেফতারকৃত খাইরুলের বসতঘরের একটি প্লাষ্টিকের বস্তায় ৪ পোটলায় ১৬ কেজি গাজা উদ্ধারপূর্বক খাইরুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
নেছারাবাদ থানা সূত্রে জানা যায়, মাদক নিয়ন্ত্রন অধিদফতরের কর্মকর্তারা খাইরুল ইসলামকে মালামালসহ থানায় হস্তান্তর করেছে। থানায় নিয়মিত মামলা রজু করে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
Post Comment