Loading Now

পিরোজপুর সাব-রেজিস্টার ও কৃষি অফিসের দূর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুর জেলা সাব-রেজিস্টার অফিসের জমি রেজিস্ট্রেশনে ঘুষ ও কৃষি অফিসের কর্মকর্তাদের দূর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) সকালে জাতীয়তাবাদী কৃষক দলের জেলা শাখার ব্যানারে শহরে শহীদ মিনার সড়কে ও সদর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলা কৃষকদলের সভাপতি নাসির আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে জেলা ছাত্রদরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, মো. মহসিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হাসিব খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ, সদর উপজেলা কৃষকদলের সভাপতি আতিকুর রহমান পারভেজ।

বক্তারা এসময় বলে, অবিলম্বে রেজিস্ট্রি অফিসের ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কাজ সম্পূর্ণ করতে পারে এবং দুর্নীতিগ্রস্তদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। একই দাবিতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনেও মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৭ বছরে কৃষকের জন্য যে আধুনিক যন্ত্রপাতি সরকারের মাধ্যমে বিতরণ করা হয়েছে সেগুলি কৃষকদের মাঝে বিতরণ না করে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অন্যত্র বিক্রি করে ফেলেছে। অবিলম্বে এই সমস্ত কৃষি যন্ত্রপাতি কে কিভাবে কোথায় বিক্রি করেছে এগুলি অনুসন্ধানের মাধ্যমে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED