Loading Now

পিস্তল হাতে অ্যাকশন লুকে তাসনিয়া ফারিণ

 

বিনোদন ডেক্স ।।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটকের পাশাপাশি ওয়েব ফিল্মেও দেখা যায় তাকে।

এছাড়া সম্প্রতি দেশের সীমানা পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অভিনয়ের ডালপালা ছড়িয়েছেন এ অভিনেত্রী। এবার নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন ফারিণ।
জানা গেছে, তাসনিয়া ফারিণের নতুন সিনেমার নাম ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দার নির্মিত এ সিনেমায় ফারিণের সঙ্গে জুটি হিসেবে থাকছেন শরিফুল রাজ।

এ সিনেমায় রাজ-ফারিণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা মোশাররফ করিম। এদিকে জন্মদিনে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

যেখানে তাসণিয়া ফারিণের একহাতে পিস্তল। অন্য হাতে রক্ত লেগে থাকা ধারালো চাকু। আর্মি প্যান্ট-বেল্ট ও টি-শার্টে দুই হাঁটু গেড়ে নিশানায় অপলক দৃষ্টি। মুখে ছোপ ছোপ রক্তের দাগ। ঝুটি বাঁধা চুল। এমন লুকে আগে কখনও দেখা যায়নি তাকে।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমাটির।

প্রসঙ্গত, তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। এছাড়া কলকাতায় ‘আরও এক পৃথিবী’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সিনেমাটির পরিচালক ছিলেন অতনু ঘোষ।

Post Comment

YOU MAY HAVE MISSED