Loading Now

পুকুরে গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

 

মুলাদী প্রতিনিধি ।।

মুলাদীতে পুকুরের পানিতে ডুবে ঢাকা কমার্স কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরকালেখান গ্রামের পরেশ মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম অর্পণ মণ্ডল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়ণ মণ্ডলের ছেলে। তিনি ঢাকা কমার্স কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্বজনরা জানান, দুদিন আগে মুলাদীর চরকালেখান গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন অর্পণ। অর্পণের মামা শ্যামল মণ্ডল বলেন, অর্পণ সাঁতার জানতো না।

দুপুরে আশপাশের লোকজনের সঙ্গে বাড়ির সামনে পুকুরে গোসলে যায়। কোনো একসময় অর্পণ পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী মঈনুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, অভিভাবকের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED