Loading Now

পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর আমতলার মোড় খান বাড়ি সড়ক এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।

নিতহ যুবক রুপাতলী সোনারগাঁও টেক্সটাইল এলাকার বাসিন্দা হারুন সিকদারের ছেলে জাকির হোসেন (৪৫)। সোমবার (৭ অক্টোবর) সকালে ১১টায় ১৪নং ওয়ার্ডস্থ কালু খান বাড়ি এলাকা থেকে লাশ উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই মো. আহসান বলেন, স্থানীয়রা বিষয়টি থানায় জানালে আমরা পুকুর থেকে ভাসমান অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করেছি।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বরিশালটাইমসকে জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ বা মামলা দায়ের করেনি, কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED