পুজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক ।।
শারদীয় দুর্গোৎসব আয়োজনকে কেন্দ্র করে বরিশাল নগরীর বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দুসম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। শুক্রবার অষ্টমীর দিনে শহরের ভাটিখানা এলাকার একটি পুজামন্ডপ পরিদর্শন শেষে শীর্ষ পুলিশ কর্মকর্তা হিন্দু ধর্মাবলম্বী নেতৃত্বের সাথে স্বল্পসময়ের বৈঠকও করেছেন, সেখানে পুজা উদযাপন কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।
পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ভাটিখানা এলাকার ওই পূজামন্ডপটি পরিদর্শন করেন পুলিশ কমিশনার শফিফুল ইসলাম। এবং তিনি পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সর্বোচ্চ সর্তক অবস্থায় থেকে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গোৎসব শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে আছে বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত) মােহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত) মো. আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পুলিশের একটি সূত্র জানায়, দুর্গোৎসবকে কেন্দ্র করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এবং প্রতিটি মন্ডপে পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি আনসারও নিয়োজিত আছেন। এখন পর্যন্ত বরিশালের কোনো পুজামন্ডপে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
Post Comment