পুরো সেশনে এক উইকেট বাংলাদেশের
স্পোর্টস ডেক্স ।।
প্রথম ঘণ্টায় শুরুটা হয়েছিল ভালো। কিন্তু এরপর আর আশানুরূপ কিছু করতে পারছিল না বাংলাদেশ।
দ্বিতীয় সেশনটি কাটলো আরও হতাশায়। স্রেফ একটি উইকেটই এই দুই ঘণ্টায় নিতে পেরেছে সফরকারীরা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের চা বিরতি অবধি ৮ উইকেট হারিয়ে ৪১৫ রান করেছে স্বাগতিকরা।
আগের দিন দুই দলই লড়েছিল সমান তালে। বাংলাদেশ পাঁচ উইকেট নিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৫০ রান।
দ্বিতীয় দিনের শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলতে হতো বাংলাদেশকে। ওই কাজটি করে দেন পেসার হাসান মাহমুদ। আগের দিন দুর্দান্ত বোলিং করেও উইকেটের দেখা পাননি তিনি। কিন্তু এদিন প্রথম ওভারেই হাসানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান জশুয়া ডি সিলভা। ২৩ বলে করেন ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। সিলভার বিদায়ের পর দিনের দ্বিতীয় উইকেটটিও আসে হাসানের বোলিংয়েই।
তার বলে গালিতে আলজারি জোসেফের দারুণ এক ক্যাচ নেন জাকির হাসান। এরপর বাংলাদেশের দ্রুত অলআউট করাটাই প্রত্যাশায় থাকার। বিরতির পর এজন্য লিটন দাসের কাছ থেকে থেকে নিয়ে চলবে তারা।
দ্বিতীয় সেশনের শুরুতে হাফ সেঞ্চুরি তোলেন। তাদের রেকর্ড জুটিটি ভাঙেন ২৮৯ বলে ১৪০ রান করে। হাসান মাহমুদের বলে রোচ বোল্ড হলে এই জুটি ভাঙে। তবে সেঞ্চুরি তুলে এখনও অপরাজিত আছেন গ্রিভস।
Post Comment