পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতা ছিডা নিজাম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল মহানগর বিএনপির কার্যালয়ে ভাংচুর অন্যতম আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী নিজাম ওরফে ছিডা নিজামকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে বরিশাল শহরের জেলে বাড়ির পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল পুলিশ। ছিডা নিজাম বরিশাল শহরের উত্তর আমানগঞ্জ এলাকার বাসিন্দা।
এছাড়াও ছিডা নিজামের বিরুদ্ধে সাংবাদিক হত্যা চেষ্টাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ছিডা নিজাম বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল ওরফে ল্যাংড়া টুটুলের সাগরেদ ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী


Post Comment