Loading Now

পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী জুয়েল আটক

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ২০০পিস ইয়াবাসহ মনিরুজ্জামান জুয়েল (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে
এসআই মানিক সাহার নেতৃত্বে পুলিশের একটি টিম ২৫ নং ওয়ার্ডের উকিল বাড়ি সড়ক সংলগ্ন সাদিয়া মটরসের সামনে থেকে মনিরুজ্জামান জুয়েলকে সন্দেহ হলে তার পথরোধ করা হয়। এসময় সন্দেহজনক আচরণের কারণে মনিরুজ্জামান জুয়েলকে তল্লাশি করলে সাথে থাকা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত মনিরুজ্জামান জুয়েল দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর আশপাশের এলাকায় ইয়াবা পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত জুয়েলের বিরুদ্ধে ৫টি মাদক মামলা চলমান রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মিজানুর রহমান আরও বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, মনিরুজ্জামান জুয়েল এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের ঘটকচর এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে আসছেন।

অভিযান পরিচালনার সময় কোতোয়ালি মডেল থানার অভিযান টিমের সদস্য এএসআই ইসমাইল হোসেন, এএসআই আব্দুর রাজ্জাক, এএসআই জিয়াউর রহমান সাথে ছিলেন।

 

 

Post Comment

YOU MAY HAVE MISSED