পুলিশের কাছে অভিযোগ দিতে গিয়ে গ্যাঁড়াকলে কিশোর গ্যাং আসাদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে ট্রাফিক পুলিশের সার্জেন্টের কাছে সাহায্য চাইতে গিয়ে ছুরিসহ মাদকসহ আসাদুল্লাহ (১৭) নামে কিশোর গ্যাংয়ের এক সদস্য আটক হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালে নগরীর রূপাতলীতে ট্রাফিক পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
পুলিশ জানায়, ঘটনার সময় আসাদুল্লাহ এক দোকানদারের বিরুদ্ধে পণ্যের দাম তিন গুণ বেশি চাওয়ার অভিযোগ করেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রাকিবকে। তখন আসাদুল্লাহকে দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছুরি ও মাদক উদ্ধার করা হয়। আটক আসাদুল্লাহ ঢাকার একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তার বিরুদ্ধে ঢাকার একটি থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপাতলীর এক দোকানদার একটি পণ্যের দাম তিন গুণ বেশি চেয়েছে বলে আসাদুল্লাহ দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের কাছে অভিযোগ জানান। তখন পুলিশ সদস্য তার অসংলগ্ন কথা শুনে সন্দেহ করেন এবং তার দেহ তল্লাশি করে ধারালো ছুরি ও মাদক উদ্ধার করেন। পরে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল আসাদুল্লাহকে থানায় নিয়ে যায়।
আসাদুল্লাহর বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।
Post Comment