Loading Now

পোর্ট রোড থেকে সরানো হলো শহীদ জিয়ার নামে সাইনবোর্ড!

 

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল নগরের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের নাম পাল্টে জিয়ার নামে সাঁটানো সেই সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। গতকাল সোমবার সদর থানার মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন সেই সাইনবোর্ড খুলে ফেলেছে বলে জানা গেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে বরিশালে মৎস্য অবতরণ কেন্দ্র করা নিয়ে সম্প্রতি তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে দলটির নেতা-কর্মীদের মধ্যে। এ নিয়ে একাধিক সংবাদ প্রকাশ হয়।

নগরের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সদস্যসচিব ও মৎস্য ব্যবসায়ী খান মোহাম্মদ কামাল বলেন, ‘সোমবার শেষ বিকেলে দেখলাম সাইনবোর্ড নামিয়ে ফেলেছে। আমি এর সঙ্গে জড়িত নই। সাইনবোর্ড সাঁটিয়েছে মৎস্য ব্যবসায়ী কামাল সিকদার ও জহির সিকদার।’

জানা গেছে, ইলিশসহ বিভিন্ন মাছ বেচাকেনাকে ঘিরে বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র ব্যাপক জমজমাট থাকে। সেখানে দৈনিক লাখ লাখ টাকার মাছ বেচাকেনা হয়। ইলিশসহ নানা ধরনের মাছ নিয়ে বাণিজ্য চলে এই মোকামে।৫ আগষ্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগ পর্যন্ত খান হাবিব এই আড়ত থেকে খাজনা তুলতেন।বর্তমান সময়ে তার ভাই শ্রমিকদল নেতা খান কামাল ও জহির সিকদার নামে এক ব্যক্তি খাজনা তোলে বলে জানা গেছে।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন শহীদ জিয়ার নাম ব্যবহার করা হয়েছিল। ব্যনার নামিয়ে ফেলতে বলেছি। আর খুব শীঘ্রই ওখানে একটি কমিটি করে দেয়ার কথাও জানান তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED