Loading Now

পোস্টার লাগানোর সময় ছাত্রদলের ওপর হামলা, নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় সাতজন আহত হয়েছেন। ‎কাউখালি উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে শুক্রবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

‎আহতরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালি উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজ, ছাত্রদল কর্মী নাইম আকন, স্বেচ্ছাসেবক দল কর্মী মেহেদী হাসান ও অটোরিকশা চালক কাওসার হোসেন।

‎আহত ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, আমার রাত ৯টার দিকে কাউখালি উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনের দেয়ালে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভাইয়ের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাচ্ছিলাম।

এসময় কাউখালী আওয়ামী লীগের সদস্য ও শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক গাজীর নেতৃত্বে ঢাকার খিলগাঁও ৩নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমত রারি, কাউখালি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাসেল রারি, বর্তমান সহ সভাপতি শামিম রারি, আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমি ও অটোরিকশা চালকসহ সাতজন আহত হই।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রমজান আলী বলেন, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ‎পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের একদল সন্ত্রাসী হামলা করে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মীকে আহত করেছে। আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করছি।

‎‎এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

Post Comment

YOU MAY HAVE MISSED