Loading Now

পোস্টার লাগানো সময় দুই ছাত্রলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে পোস্টার সাঁটানোর সময় নাশকতার আশঙ্কায় দুই ছাত্রলীগ কর্মীকে আটকে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত গভীর রাতে বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। আটক দুইজন আগে দায়ের হওয়া ৪টি রাজনৈতিক মামলার আসামি। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেপ্তার এনায়েত ও রাকিব বরিশাল ছাত্রলীগের কর্মী এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারী।

বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ হুমায়ুন কবির বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা রাতে দেশবিরোধী পোস্টার সাঁটাচ্ছিল। এ দৃশ্য দেখতে পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া আগের ৪টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনা আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে বলে জানান তিনি

Post Comment

YOU MAY HAVE MISSED