প্যান্টের চেইন খোলা, কটাক্ষের শিকার শেহনাজ গিল!
বিনোদন ডেক্স ।।
বিগ বসের ঘর থেকে সোজা বি-টাউনে এসেছেন শেহনাজ গিল। সালমান খানের হাত ধরে বড়পর্দায় অভিষেক। তারপর থেকে জনপ্রিয়তার হাত ধরে চলছেন পথ। তবে এবার হতে হলো ট্রলের শিকার।
সম্প্রতি সামাজিক মাধ্যমে শেহনাজ গিলের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সুইমস্যুটের সঙ্গে শর্টস পরেছেন তারকা। বিষয়টি স্বাভাবিক হলেও তার প্যান্টের চেইন ছিল খোলা। যা নেটাগরিকদের জুগিয়েছে কটাক্ষের রসদ।
ছবিটি দেখে মনমতো শেহনাজকে ট্রল করছেন সকলে। কেউ আবার সস্তার উরফি বলেও ডাকছেন। কেউ তাকে ভারতীয় সভ্যতা, সংস্কৃতির কথাও মনে করিয়ে দিয়েছেন। আবার কারও খোঁচা, ‘খবরের শিরোনামে কী করে থাকতে হয়, সেটা শেহনাজ গিলের ভালোই জানা।’
যদিও এসব বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি গিল। তিনি সিডনিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন। সেখানকার সমুদ্র সৈকত থেকেই একগুচ্ছ হাসিখুশি রঙিন মেজাজের ছবি পোস্ট করেছিলেন। যেগুলোর একটি নায়িকার কটাক্ষের উপাদান হয়ে দাঁড়িয়েছে।
Post Comment