Loading Now

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছেন ১৩ নং ওয়ার্ডের বিএনপির আহবায়ক মিঠু!

নিজস্ব প্রতিবেদক ।।

মতিউর রহমান মিঠু, বরিশাল মহানগর বিএনপির ১৩ নং ওয়ার্ডের আহবায়ক। তবে নেতা বিএনপির হলেও চলাফেরা আওয়ামী লীগের সাথে। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এ সক্রিয় কোন ভুমিকা না থাকলেও ৫ আগষ্ট সৈরাচার হাসিনা সরকারের পতনের পর খুব সক্রিয় এই নেতা। তবে দলীয় কর্মকাণ্ড কিংবা দলকে সুসংগঠিত করতে নয় ব্যস্ত পতিত সরকারের কাউন্সিলর, নেতা ও কর্মীদের শেল্টার দিতে। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে অন্যের পুকুর থেকে আওয়ামী লীগের নেতাদের যোগশাযসে মাছ ধরা, অন্ধ ব্যক্তির জমি দখলে মদদ দেওয়া এবং একই ওয়ার্ডের ত্যাগী বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের এন্তার অভিযোগ। এখন নিজ দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে গুটিবাজি করতে গিয়ে নিজেই ফাঁপর এ আছেন। জানা গেছে ১৩ নং ওয়ার্ডের আমতলা মোড় পয়েন্ট এ একটি জমি দখলে নিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর স্থানীয় আওয়ামী লীগের সদস্যরা কার্যালয় বানিয়ে রাখে। গত ৪ ও ৫ আগষ্ট বরিশালে বিক্ষুব্ধ ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ঐ অফিস। পরবর্তীতে গত সপ্তাহখানেক ধরে ইমারত শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন একই জায়গায় তাদের অফিস নির্মাণের কাজ শুরু করে। এতে মাথা নষ্ট হয়ে যায় স্থানীয় আওয়ামী লীগের। পরবর্তীতে তারা তাদের কাছ থেকে সুবিধাপ্রাপ্ত ১৩ নং ওয়ার্ডের বিএনপির আহবায়ক মতিউর রহমান মিঠু কে মাঠে নামান। মিঠু রাজনৈতিক ভাবে সদস্যসচিব তারেকের সাথে না পেরে তাকে ঘায়েলে এই অফিসের দায়ভার তার উপর চাপায়। এবং গণমাধ্যমে প্রকাশ্যে বক্তব্য রাখেন। মুলত এটি একটি আওয়ামী লীগের পারপাস নিজে বহন করছেন বিএনপির আহবায়ক মিঠু। তার এহেন কর্মকান্ডে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি। তারা জোটবদ্ধ হয়ে মহানগর বিএনপির নেতৃবৃন্দের কাছে মিঠুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য লিখিত দিচ্ছেন বলে জানিয়েছে সূত্র।

১৩ নং ওয়ার্ডের বিএনপির যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন সিকদার বলেন,আহবায়ক মিঠু কোন কারন ছাড়াই সদস্যসচিবের পিছনে লেগেছে। তিনি কর্মীবিহীন নেতা। তার সাথে ছাত্রলীগের ছেলেরা ঘোরে। তাকে ওয়ার্ড যুবলীগের সভাপতির অফিসে প্রায়ই দেখা গেছে। তারেক হাফিজের সাথে না পেড়ে তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য কৌশলে কাজ করছেন।

অপর যুগ্ম আহবায়ক আরিফুর রহমান বলেন,মিঠু ইতিপূর্বে আওয়ামী লীগের এক মহিলা কাউন্সিলরের নির্বাচন করেছে যে মেয়র খোকনের স্ত্রী লুনা আবদুল্লাহর কাছের লোক ছিল। এমনকি ওয়ার্ডের যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা তার ছত্রছায়ায় চলে।মিঠু মহানগর বিএনপির আহবায়ক ক্লিনম্যান খ্যাত মনিরুজ্জামান ফারুকের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবী করেন স্থানীয় বিএনপির নেতারা। এ জন্য দল থেকে তাকে একাধিক বার মৌখিক সতর্ক করা হয়েছে বলেও জানান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে ওয়ার্ড কমিটির আহবায়ক মতিউর রহমান মিঠুর মুঠোফোন ০১৩১৬০৩৬…নাম্বারি বন্ধ পাওয়া গেলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

অন্যদিকে এ বিষয়ে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, আমরা বিষয়টি খোঁজখবর নিয়েছি। তারেক ঘটনার সাথে জড়িত নয়। ওখানে শ্রমিকদের একটি অফিস করছে বিষয়টি আমাদের নয়।কেউ মিথ্যা ছড়ালে আমরা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেব।

Post Comment

YOU MAY HAVE MISSED