Loading Now

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক ॥

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি প্রকল্পের আওতায় ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এই কর্মশালা বাস্তবায়ন করে। বার্ডো’র নির্বাহী পরিচালক (একুশে পদকপ্রাপ্ত) মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বার্ডো’র নির্বাহী পরিচালক মো. সাইদুল ইসলাম। প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্য বর্ননা করেন বার্ডো’র উপ-পরিচালক মো. শহিদ উল্লাহ। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বরিশালের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগন সহ প্রতিবন্ধীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেন, আমাদের দেশের জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি ৬০ লাখের বেশি প্রতিবন্ধী মানুষ রয়েছেন। তারা আমাদের সমাজেরই অংশ। তাদের একটি স্বাবলম্বী জীবন গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সকলকে যার যার স্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। সরকারি চাকরি থেকে শুরু করে উদ্যোক্তা হিসেবে সমাজে তাদের স্থান নিশ্চিত করতে আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। বরিশালের সকল প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা, আইনী সেবা, শিক্ষা সংক্রান্ত সকল সেবায় বিভাগীয় প্রশাসন সর্বদা পাশে আছে।

Post Comment

YOU MAY HAVE MISSED