প্রতিবাদলিপি
প্রতিবাদলিপি
আমি মো: শাহিন কলি বরিশাল পোর্ট রোডস্থ মাছের বাজারে দীর্ঘ দিন যাবৎ সুনামের সাথে মাছের ব্যবসা করে আসছি এবং আমি বাংলাদেশ জাতীতাবাদী বিএনপি’র একজন সক্রিয় কর্মী।
৫ই আগস্টের আগ পর্যন্ত ফেসিস্ট আওয়ামীলীগ তার নেতাদের দ্বারা বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। আমি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারন করে বিএনপির সাথে পথ চলছি। বর্তমানে কিছু কুচক্রী মহল আমার ছবি এডিট করে দলের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে। যাহা আপনার ২নং ছবিতে দেখতে পাচ্ছেন। একই কালের একই স্থানের ১নং ছবিতে গোল লাল চিহ্নিত স্থানে তার পুরোটাই বিপরীত আমি ঐ ছবিতে কোথাও নেই। যারা এই কাজ করেছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলব আমার রাজনীতি কোন পদবীর জন্য নয়, কোন লাভের আশায়ও নয়। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বুকে লালন করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালবাসি এবং দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি দল করি। কে কি করল আর কে কি বলল তাতে আমার যায় আসে না। সত্য সবর্দা সত্য। যারা বিভিন্ন মাধ্যমে আমার সম্পর্কে যে ছবি ও বার্তা প্রচার করছেন তা ভিত্তিহীন। এই ছবি কিংবা বার্তা প্রচারের সাথে আমার কোন সম্পর্ক নেই। এই ছবি ও বার্তা প্রচার করায় আমি মো: শাহিন কলি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
মো: শাহিন কলি



Post Comment