Loading Now

প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

অনলাইন ডেক্স ।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় বিজয়া দশমীর অনুষ্ঠানে তুরাগ নদে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু হলো— গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাষ মনি দাসের মেয়ে অঙ্কিতা (২) ও একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় প্রতিমা বিসর্জনের সময় একটি নৌকা ডুবে যায়।

এ সময় অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও শিশু অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা অন্যান্য নৌকা নিয়ে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে, তবে তাদের সন্ধান পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী বলেন, আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

Post Comment

YOU MAY HAVE MISSED