Loading Now

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে বরিশাল ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ

 

নিজস্ব প্রতিবেদক ।।

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে সংঘর্ষে জড়িয়েছে বরিশাল মহানগর ছাত্রদলের দুটি গ্রুপ। র‌্যালিতে অগ্রভাগে যাওয়া নিয়ে বুধবার (০১ জানুয়ারি) শহরের সদর রোডে কয়েক দফা এই সংঘাত হয়। শীর্ষস্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে যারা সংঘাতের জড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করেছেন, তাদের অধিকাংশই পদধারী কোনো নেতা নন বলে জানিয়েছে মহানগর ছাত্রদল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে বুধবার র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি অশ্বিনী কুমার হলসংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে রওনা হয়ে কাকলির মোড়ের উদ্দেশে যাচ্ছিল। এরই মধ্যে পেছনে থাকা বেশকিছু নেতাকর্মী সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়লে চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, মহানর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক এবং সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের হস্তক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণে আসে।

তবে কারা বা কার অনুগত কর্মীরা সংঘাতে জড়িয়েছে তা নিশ্চিত করেনি মহানগর ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব। তাদের দাবি, প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে অন্তত ৫ হাজারের বেশি লোক অংশ নিয়েছে। ওয়ার্ডপর্যায়ের নেতাকর্মীরাও এসেছিল।

মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম জানান, র‌্যালিটিতে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়েছিল। তিনিসহ শীর্ষ নেতৃত্ব ব্যানার নিয়ে শোভাযাত্রার সম্মুখভাগে ছিলেন, তখন পেছনে ঝামেলা হয়েছিল। তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে জড়িতদের নিবৃত করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি জানান, অসংখ্য মানুষ র‌্যালিতে অংশ নিয়েছে, এখন কারা মারামারি করেছে, তা তাৎক্ষণিক বলা মুশকিল। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

Post Comment

YOU MAY HAVE MISSED