প্রথমবারের মত গানম্যান পাচ্ছেন প্রিজাইডিং অফিসার!
নিজস্ব প্রতিবেদক ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সর্বনিম্ন ১৬ জন থেকে ১৮ জন সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। একই সাথে প্রথমবারের মত প্রত্যেক প্রিসাইডিং অফিসার একজন সশস্ত্র গানম্যান কাম বডিগার্ড পাবেন। গুরুত্বপূর্ন ও সাধারন ভোট কেন্দ্রের জন্য আলাদাভাবে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। বিগত যে কোন নির্বাচনের থেকে এবার ভোট কেন্দ্রে বেশী সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে।
এছাড়া অধিকাংশ ভোটে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে ও স্থাপন করা হচ্ছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে ‘মেট্টোপলিটন এলাকার বাইরে সাধারন ভোট কেন্দ্রে অস্ত্রসহ ২ জন পুলিশ, একজন অঙ্গীভূত আনসার সেকশন কমান্ডার অস্ত্রসহ ও একজন সহকারী সেকশন কমান্ডার অস্ত্রসহ লাঠিসহ ১০ জন আনসার এবং ১-২ জন গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ন ভোট কেন্দ্রে বাড়তি একজন (অস্ত্রসহ) পুলিশসহ একই বাহিনী মোতায়েন থাকবে।
সিটি কর্পোরেশন এলাকায় সাধারন ভোট কেন্দ্রে অস্ত্রসহ ৩ জন পুলিশ, একজন অঙ্গীভূত আনসার সেকশন কমান্ডার অস্ত্রসহ ও একজন সহকারী সেকশন কমান্ডার অস্ত্রসহ, লাঠিসহ ১০ জন আনসার এবং ১-২ জন গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বিশেষ ও গুরুত্বপূর্ন ভোট কেন্দ্রে ৪ জন (অস্ত্র সহ) পুলিশ সহ একই বাহিনী অর্থ্যাৎ ১৭ জন সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
একইভাবে বিশেষ ও দুর্গম এলাকায় প্রতিটি ভোট কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট,জুডিশিয়াল ম্যাজিষ্ট্রের এর ভ্রাম্যমান টিম, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল টিম সার্বক্ষনিক দায়িত্বরত থাকবেন।
পরিপত্রে বলা হয় ‘ফোর্স মোতায়েন পর্বকে ২ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে নির্বাচনের আগে থেকেই চলমান থাকবে দ্বিতীয় পর্বে ভোটের ৪ দিন আগে এবং ভোটের পরে ২ দিন ফোর্স মোতায়েন থাকবে।
বরিশাল জেলার সিনিয়ন নির্বাচন অফিসার মো: রোকনুজ্জামান বলেন-বরিশাল জেলায় ৬ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৩৩টি। এরমধ্যে ৪২০টি গুরুত্বপূর্ন এবং ৪১৩টি সাধারন বা কম গুরুত্বপূর্ন। এই ৮৩৩টি ভোট কেন্দ্রের মধ্যে বর্তমানে ৩১৯টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং বাকি কেন্দ্রগুলোতেও স্থাপনের জন্য কমিশন চিন্তা করছে।
তিনি বলেন-বিগত নির্বাচনে বিভিন্ন সময় প্রিসাইডিং অফিসারদের উপর হামলা করা হয়েছে। তারা নিরাপদ না থাকলে ভোটও নিরাপদ থাকে না। তাই প্রত্যেক প্রিসাইডিং অফিসারকে একজন করে গানম্যান দেওয়া হয়েছে। প্রসঙ্গত এবার বরিশাল জেলার ৬ আসনে মোট ভোটার ২২ লাখ ৫৩ হাজার ৫৮৩ জন। এদের মধ্যে ১১ লাখ ৪০ হাজার ৩০০ জন পুরুষ, ১১ লাখ ১৩ হাজার ২৬৭ জন নারী ভোটার এবং হিজড়া ভোটার রয়েছে ১৬ জন।



Post Comment