Loading Now

প্রথমবার নির্বাচন করছেন তারেক রহমান, আসন বগুড়া-৬

অনলাইন ডেক্স ।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন থেকে ভোটের মাঠে নামবেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া-৬ হলো জাতীয় সংসদের ৩০০ টি নির্বাচনী এলাকার একটি। এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪১ নম্বর আসন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে অংশ নেন। সবগুলো আসনে থেকে জয়ী হওয়ার পরও তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেচে নেন ও এর ফলে বাকি দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এপ্রিল ২০০৯ সালের উপ-নির্বাচনে বিএনপির জমির উদ্দিন সরকার নির্বাচিত হন। তবে এবার বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন তারেক রহমান।

তারেক রহমান এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ভোটে লড়বেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়ার পর দীর্ঘ প্রায় দেড় যুগ তিনি লন্ডনে অবস্থান করছেন। কয়েক মাস আগে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় এসেছিলেন।

 

২০০৮ সালের পর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হন আওয়ামী লীগের রাগিবুল আহসান রিপু। পরে এ আসন মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ছেড়ে দেওয়া হলে নৌকার প্রার্থী রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

২০১৮ সালের সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেড় লাখেরও বেশি ভোটে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমরকে হারিয়েছেন। ওই নির্বাচনে বিএনপির যারা জয়ী হয়েছিলেন – তাদের সবাই শপথ নিলেও ‘কৌশল হিসেবে’ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেননি।

 

শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ২০১৯ সালের ২৪ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী গোলাম মো. সিরাজ জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের টি জামান নিকেতা।

২০২৩ সালের ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রিপু সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনে সংসদ বিলুপ্তির ঘোষণায় তিনি সংসদ সদস্য পদ হারান।

Post Comment

YOU MAY HAVE MISSED