প্রথম রমজানে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদক ।।
রমজানের প্রথম ইফতার এতিম শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
(২ মার্চ) রবিবার বিকেল সাড়ে ৫ টায় সরকারি শিশু পরিবার দক্ষিণ এর হল রুম প্রাঙ্গণে জেলা প্রশাসকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল শরিফ উদ্দিন, পরিচয় বিভাগীয় সমাজসেবা কার্যালয় বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল একেএম আখতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক জেলা সমাজসেবার কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ শিশু পরিবারের কর্মকর্তা কর্মচারি এবং শিশুরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের মানুষের উদ্দেশ্যে দোয়া মোনাজাত করে ইফতার করেন অতিথি বৃন্দরা।
Post Comment