প্রয়াত ফটো সাংবাদিক টিটুর মাতার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক ।।
প্রয়াত ফটো সাংবাদিক মরহুম শহিদ্দুজামান টিটুর মাতা, বরিশাল নগরীর কালিবাড়ী রোড নিবাসী সাবেক পোষ্ট মাস্টার মরহুম বদিউজ্জামানের সহধর্মিনী এবং নগরীর বাজার রোডের ব্যবসায়ী শেখ ইউসুফ মনির শাশুড়ী মমতাজ বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি রাজিউন)। মরহুমার জামাতা শেখ ইউসুফ হোসেন মনি জানান, তার শাশুড়ী হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার পপুলার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে এনজিওগ্রাম শেষে হার্টে রিং পড়ানো হয়। শুক্রবার ভোররাত চারটা নাগাদ সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি একপুত্র, দুই কন্যাসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পরে মরহুমার মরদেহ বরিশালের কালিবাড়ী রোডস্থ বাসভবনে নিয়ে আসা হয়। আজ শনিবার সকাল নয়টায় সরকারি বরিশাল কলেজ সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে তাকে গোরস্থানে দাফন করা হবে। এসময় প্রয়াত সাংবাদিক শহীদুজ্জামান টিটুর মাতা ও ইউসুফ হোসেন মনির শাশুড়ির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।



Post Comment