Loading Now

প্রাথমিক-মাধ্যমিকের পরিমার্জন বই আজ থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে: এনসিটিবি

 

অনলাইন ডেক্স ।।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে। যা অনলাইনে এনসিটিবির ওয়েবসাইটে পাওয়া যাবে আজ থেকেই। বুধবার ঢাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই ও মাধ্যমিকের ৮টি বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। এছাড়া ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির বই ও ২০ তারিখের মধ্যে সকল শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।

৪১ কোটির মধ্যে ৬ কোটি বই দেওয়া হয়ে গেছে আরও চার কোটি বই দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বই উৎসবের নামে অর্থ অপচয় হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন এনসিটিবি চেয়ারম্যান।

এদিকে সকাল থেকে সারা দেশে শিক্ষার্থীরা স্কুলে হাজির হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED