Loading Now

প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা

 

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় শোভন তালুকদার (২৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১ ডিসেম্বর) সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।এর আগে গত ৩০ নভেম্বর সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার ছাগলের হাট এলাকায় বসে বিষ পান করেন তিনি।

শোভন কাঁঠালিয়া উপজেলার বানাই এলাকার ফিরোজ আলম তালুকদারের ছেলে। কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ) মং চেনলা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শোভনের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছে।

গত ৩০ নভেম্বরে প্রেমিকাকে নিয়ে শোভন তালুকদারের পালিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় শোভন তালুকদার সন্ধ্যায় পাশের উপজেলা ভান্ডারিয়া ছাগলের হাটে বসে বিষ পান করে।

তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মৃত্যু হয়।

শোভনের বাবা ফিরোজ আলম তালুকদার বলেন, আমাদের একটি গরুর ফার্ম রয়েছে। শোভন শনিবার বিকেলে দুধ নিয়ে ভান্ডারিয়া ছাগলের হাট বাজারে গেলে সেখান থেকে ফোন দিয়ে তার মাকে বলে মা আমি বিষ খেয়েছি।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কি কারণে বিষ খেয়েছে আমাদের জানা নেই।

কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন,পরিবারের কেউ অভিযোগ দেয়নি। তবে লাশ ময়নাতদন্তে পরিবার লোক বাধা দিচ্ছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED