ফরচুন সুজের চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩: কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের ফরচুন সুজ লিমিটেডের কোটি টাকার জুতা আত্মসাতের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ যাদের মধ্যে একজন কোম্পানিটির চেয়ারম্যানের ছোট ভাই। এ ছাড়া জব্দ করা হয়েছে দুটি কভার্ড ভ্যান।
বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বরিশাল মহানগর পুলিশের কাউনিয়ার থানার ওসি ইসমাইল হোসেন।
গ্রেপ্তাররা হলেন- ফরচুন সুজ কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই রবিউল ইসলাম (৪০), কভার্ড ভ্যান চালক বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর রাজকর খান বাড়ির বাসিন্দা আব্দুর রব খানের ছেলে জামাল হোসেন (২৯) এবং ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল মধুহাটি এলাকার শুক্কুর আলীর ছেলে মো. শান্ত (২৬)।
ওসি ইসমাইল বলেন, বুধবার ফরচুন সুজ লিমিটেডের জ্যেষ্ঠ হিসাব রক্ষক কর্মকর্তা জাহিদ হাসান বাদী হয়ে ওই তিনজনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও দুইজনকে আসামি করে মামলা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে নেদারল্যান্ডে রপ্তানির উদ্দেশে শিপমেন্টের জন্য পাঠানো ফরচুন সুজ লিমিটেডের ১০ হাজার ৮১২ জোড়া জুতা অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগ করা হয়। এসব জুতার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।
মামলার বরাতে ওসি বলেন, ২৭ অক্টোবর রাতে রবিউল ইসলাম বরিশাল বিসিক থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে দুটি কভার্ড ভ্যানে জুতা নিয়ে রওনা হন। পরদিন বন্দরে পৌঁছার কথা থাকলেও তারা যাননি। মোবাইলে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই হরষিত মণ্ডল বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগীর হোসেন ও থানার একটি দল যৌথ অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। শুক্রবার বিকালে তাদের নিয়ে বরিশালে নেওয়া হয়।
এ বিষয়ে ফরচুন সুজ কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমানের মুঠোফোন এ কল করা হলে তিনি এ প্রসঙ্গে কোন বক্তব্য দিতে চান নি



Post Comment