Loading Now

ফরচুন সুজ এ শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবিতে বরিশাল নগরীর বিসিক এলাকায় অবস্থিত ফরচুন সুজ কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার ১৬ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। তবে এ ঘটনায় কোন ভাংচুর করেনি তারা।পরে সেনা সদস্যদের হস্তক্ষেপ ও মালিক পক্ষের আশ্বাসে আন্দোলন সমাপ্ত রাখেন শ্রমিকরা।এ প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান একজন আওয়ামী পন্থী ব্যাবসায়ী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৩ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

কাউনিয়া থানা পুলিশের ওসি তদন্ত আমানউল্লা বারী জানান,শ্রমিকদের বেতন ১০ তারিখ দেবার কথা ছিল ১৬ তারিখ হয়ে গেলেও বেতন না দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে পরে সেনাবাহিনীর সহায়তায় আগামীকাল বেতন পরিশোধ করার কথা বলেছে মালিকপক্ষ। এতে শ্রমিকরা বাড়ি ফিরে গেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আন্দোলনরত শ্রমিক শেফালী আক্তার বলেন, আগেও মিজান মিয়া (ফরচুনের চেয়ারম্যান) বেতন নিয়ে ঝামেলা করেছেন। তাকে বিশ্বাস নাই। সে আওয়ামী লীগ করে। আমাগো টাকা না দিয়ে আটকে রাখলেই তার লাভ।
এ বিষয়ে জানতে ফরচুন সুজ এর মালিক মিজানুর রহমানের মুঠোফোন এ কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

[9/16, 7:30 PM] Raisul Islam Ovi

Post Comment

YOU MAY HAVE MISSED