Loading Now

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

পটুয়াখালী প্রতিনিধি ।।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলার মৈশাদি এলাকায় দুই পক্ষের সংর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে দুই দফা সংঘর্ষে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে জহির মুন্সি (৬০) ও তার ছেলে মো. তানভীর (২৯) এবং কর্পূরকাঠী গ্রামের মো ফকরুল ইসলামকে (৪৫) প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত কবির হোসেন কিবরিয়াকে (৪৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৈশাদি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপিকর্মী মো. মফিজ হাওলাদার (৫৫) সঙ্গে নওমালা ইউনিয়ন ওয়ার্ড শ্রমিকদল সভাপতি মো. হান্নান হাওলাদারের (৪৫) বিরোধ চলে আসছিল। এরই মধ্যে বুধবার ফুটবল খেলাকে কেন্দ্র করে মফিজ হাওলাদারকে মারধর হান্নান হাওলাদারের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে মফিজের আত্মীয় (স্ত্রীর বড় ভাই) কালাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল হান্নান হাওলাদারের বাড়িতে গিয়ে ঘরে হামলা চালায়।

তখন ওই বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন জহির ও তার লোকজন। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। একপর্যায়ে জহির মুন্সি ও মো. শাহাবুদ্দিনকে ধরে পিটুনি দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে।

খবর পেয়ে পুলিশ জহির মুন্সি ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED