Loading Now

ফেসবুকে অপসৃত কাউন্সিলরদের আবেগঘন পোস্ট!

 

নিজস্ব প্রতিবেদক ।।

মেয়রদের পর এবার বরিশাল সহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
গতকাল (বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। কাউন্সিলরদের বলা হয় স্থানীয় সরকারের অন্যতম ভিত্তি। সে সব কাউন্সিলদের রাত ১১টার পরে প্রজ্ঞাপন জারি করে অপসৃত করা হয়েছে। গতকাল রাতের এই প্রজ্ঞাপনের কথা অনেকেই জানতেন না। সকাল বেলা যখন শুনলেন তখন অনেকেই অবাক হয়েছেন। অনেক কাউন্সিলরদের কাছে গিয়ে স্থানীয় জনগন ভিড় করেন, এখন তারা কি করবেন। তাদেরকেও জনগনকে দিচ্ছেন সান্ত্বনা আবার কেউ দিচ্ছে আবেক চালিত স্টাটাস। তাতে অনেকেই লিখেছেন অতিতে কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেও অনুরোধ জানান তারা।
ফেসবুক স্টাটাসে ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সামজিদুল কবির বাবু লেখেন”আসসালামু আলাইকুম

সম্মানিত প্রিয় ওয়ার্ডবাসী,আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন
আপনাদের সেবা করার জন্য

আমি আমার দায়িত্বের জায়গা থেকে সামর্থ্যের সবটুকু দিয়া চেষ্টা করেছি আপনাদের সেবা দেওয়ার জন্য,
সবাইকে সমান চোখে দেখেছি আমার জায়গা থেকে কোন ভেদাভেদ করি নাই।

আমার দায়িত্ব পালনের এই স্বল্প সময়ে যদি কারও মনে অনিচ্ছাকৃত কোন কষ্ট দিয়ে থাকি তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার জন্য দোয়া করবেন এবং গত দিনগুলোর মতন ভবিষ্যতেও যেন আমি আপনাদের সুখে দুঃখের সাথি হতে পারি। ইনশাআল্লাহ।”
আবার ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল মামুন শাহীন লিখেন”আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। এই পৃথিবীতে তকদিরে আল্লাহ যা লিখেছেন তাই হবে এ নিয়ে আফসোস করছি না। ” এমন স্টাটাস প্রায় অধিকাংশ কাউন্সিলররা পোস্ট করেন।
উল্লেখ্য ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯ আগস্ট বরিশাল সহ দেশের সব সিটি করপোরেশন, পৌরসভার মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের অপসারণ করা হয়। ঐসময় কাউন্সিলরদের অপসৃত না করলেও পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে ছিল না। এরা বিভিন্ন মামলার অযুহাত দেখিয়ে ঠিক মত জনসেবা করতেন না। ফলে গতকালই দেশের সব কাউন্সিলরদের অপসৃত করা হলো।

 

 

Post Comment

YOU MAY HAVE MISSED