ফ্যাসিবাদের দোসররা এখনো বরিশালের ভিপি কৌশলী
ফ্যাসিবাদ সরকারের দোসর হয়েও বর্তমানে দায়িত্ব পালন করছেন সরকারের গুরুত্বপূর্ণ পদ ভিপি কৌশলি হিসেবে।পতিত শেখ হাসিনার ভাগ্নে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সহ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা করা ব্যক্তি লিটন চন্দ্র শীল এখন ভিপি কৌশলি।কিভাবে সৈরাচারের দোসড় এ দায়িত্ব পায় তা নিয়ে হতবাক সকলে।সকলে তাকে আওয়ামী লীগ পন্থী আইনজীবী হিসেবেই চিনেন।তার প্রত্যাহার চেয়ে বরিশাল জেলা প্রশাসকের নিকট আবেদন করেছেন একাধিক ব্যক্তি।লিখিত আবেদনে উল্লেখ রয়েছে- কৌশলী লিটন চন্দ্র শীল নানা কৌশলের মাধ্যমে সরকারি ভিপি সম্পত্তি আত্মসাৎ ও বেহাত হওয়ার পাঁয়তারা চালাচ্ছে।তিনি সরকারি কৌশলীর দ্বায়িত্ব পাওয়ার পর ভিপি সম্পত্তি বেহাত করার জন্য গোপনে বিভিন্ন বাদী পক্ষের সাথে আঁতাত করছে। আগের ভিপি কৌশলী মোতালেব হাওলাদারের মৃত্যুর পর লিটন চন্দ্রশীল নিজে নিজেকে ভিপি প্রধান অ্যাডভোকেট বলে প্রচার করেন এবং বিভিন্ন বাদী পক্ষকে ফোন দিয়ে এবং সরাসরি তাদের মামলার বিষয়ে নিয়ে অবৈধভাবে তাদের সাথে পরামর্শদান প্রদান করেন। যাতে মামলায় বাদী পক্ষ জিতে যাবার অনুকূলে নানাভাবে সুবিধা নেয়। জমির ভাগাভাগি বা মোটা অঙ্কের টাকা বা জমির বিনিময়ে নানান সুযোগ সুবিধার আলোচনা হয়।
যেমন- ১) নম্বরে ভিপি মামলা নম্বর ৯৫/২৪ হাকিম মোল্লা ১৫০৪/১২ সিটি কর্পোরেশনের বাদী সিদ্দিক মিয়া মামলা নম্বর ২) /৩১৪৪/১২ বাদী আলেক সরদার সিটি ৩) ৩১/১৩ বাদী নজরুল ইসলাম গৌরনদী মামলা নম্বর ৪) ৩০৫/১২ বাদি নির্মল বৈদ্য মামলা নাম্বার ৫) ১৬৪/১৪ বাদী রুবেল তালুকদার উজিরপুর মামলা নাম্বার ৪৬৩/১৪ শহিদুল ইসলাম বরিশাল সিটির মামলা নাম্বার ২৮৪/১২ বাদি জাহাঙ্গীর হোসেন গং এছাড়াও একাধিক বাদীর সাথে রয়েছে।
বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের সক্রিয় সদস্য থাকা এই অ্যাডভোকেট সে বিভিন্ন কোর্টের পেশকার এদের সাথে ও এ সব মামলা নিয়ে গোপনে আলোচনা করেন। বাদী হাকিম মোল্লার কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময় কৌশলী লিটন চন্দ্রশীল নিয়েছেন সাক্ষী তা নিজেই বলে বেরাচ্ছেন বাদি হাকিম মোল্লা যার মামলা নং ৯৫/২৪। সরকারি সম্পত্তি রক্ষা এবং রাজস্ব আদায়ের স্বার্থে এই কৌশলীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মহসিন মন্টু বলেন,ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন সেক্টর এ আছে। সরকার এখনো এদের বাতিল করে নি।আমি এর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ভিপি কৌশলী হতে অপসারণের দাবী করছি।
এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মো : দেলোয়ার হোসেন বলেন, ভিপি কৌশলী নিয়োগ দেয় আইন মন্ত্রনালয়।কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।
তবে অভিযুক্ত আইনজীবী লিটন চন্দ্র শীলের মুঠোফোনে কল দেয়া হলে তিনি রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয় নি।
Post Comment