ফ্যাসিস্টের দোসড় হয়েও ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী তিনি
নিজস্ব প্রতিবেদক ।।
বিগত স্বৈরাচার আওয়ামী লীগের সাথে আতাত করে, দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে ইউপি সদস্য পদে নির্বাচন করা ও দলীয় কোন কর্মসূচিতে সক্রিয় ভুমিকা পালন না করা ব্যক্তি আবারও বাগিয়ে নিতে চাচ্ছেন ইউনিয়ন যুবদলের গুরুত্বপূর্ণ পদ।ঘটনা বরিশাল জেলা যুবদলের অন্তর্গত বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে।ঐ ব্যাক্তির নাম ফারুক হোসেন মোল্লা।থানা যুবদলের আহবায়ক রাকিবুল হাসান রাকিবকে ম্যানেজ করে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করা যুবদলের নেতাকর্মী সমর্থকদের পাঁশ কাটিয়ে বাগিয়ে নিতে চাচ্ছেন ঐ ইউনিয়নের যুবদলের গুরুত্বপুর্ন পদ।এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে ত্যাগী নেতাদের মাঝে। তারা দলবদ্ধ ভাবে বরিশাল জেলা যুবদলের নেতাদের কাছে এ নিয়ে অভিযোগ দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে জাহাঙ্গীরনগর ইউনিয়নের একাধিক নেতৃবৃন্দ জানান,ফারুক হোসেন মোল্লা বিগত আওয়ামী সরকারের সময় তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নহিয়ান জয়ের চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমুর দাপটে চলতেন।কিন্তু ফারুক মোল্লা থানার সভাপতিকে ম্যানেজ করে নিজের আধিপত্য বজায় রেখে চলতো।গেল ৫ আগষ্টে হাসিনা সরকারের পতন হলে ফারুক মোল্লা আবারও বিএনপি নেতা বনে গেছেন। যদিও এ সকল বিষয়ে সতর্ক রয়েছে যুবদলের কেন্দ্রীয় সংসদ। তারা স্পষ্ট বলেছেন কোন ফ্যাসিস্টের দোসর গুরুত্বপূর্ণ পদে আসতে পারবে না। এ বিষয়ে জানতে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচ.এম তসলিম বলেন,ঐ স্থানে কমিটি গঠন করতে বলা হয়েছে ।সম্পুর্ণ গনতান্ত্রিক উপায়ে ত্যাগী ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি যারা বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ভুমিকা পালন করেছেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় ভুমিকা পালন করেছে তাদের দিয়ে কমিটি গঠন করতে নির্দেশনা দেয়া হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা খতিয়ে দেখা হবে।
Post Comment