Loading Now

বকেয়া বেতনের দাবীতে ফরচুন সুজে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে বরিশাল নগরীর কাউনিয়ার বিসিকের ফরচুর জুতার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ নিয়ে বৃহস্পতিবার গতকাল বেলা সাড়ে ১১টার পর থেকে বরিশাল বিসিক এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তারা পেটের দায়ে ফরচুন জুতার কারখানায় কাজ করছেন। কিন্তু এখানে দুইমাস ধরে তাদের বেতন দেয়া হচ্ছে না। পাশাপাশি ওভারটাইম করলেও তার মজুরি দেয়া হয়না। এনিয়ে বেশ কিছুদিন ধরে অসন্তোষ দেখা দেয়। যার প্রেক্ষিতে এক সুপারভাইজার বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে এক শ্রমিককে মারধর করে। এ খবর ছড়িয়ে পরলে কারখানার সকল শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।স্থানীয়রা জানিয়েছেন, ফরচুন সুজ লিমিটেড ও একই মালিকের প্রিমিয়ার ফুট ওয়ার লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এসময় সুপারভাইজাররা শ্রমিকদের দমাতে চেষ্টা করলে দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে ফরচুন সুজ লিমিটেডের মালিকানাধীন প্রিমিয়ার ফুট ওয়ার লিমিটেডের কারখানার গেটে হামলা চালায় শ্রমিকরা। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বেলা এগারোটা থেকে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছে। এসময় কারখানার সুপারভাইজারদের সাথে শ্রমিকদের হাতাহাতির ঘটনার একপর্যায়ে শ্রমিকরা কারখানার গেট ভাঙচুরের চেষ্টা চালায়। পরে ফরচুন সুজ কারখানার মালিক মো. মিজানুর রহমান বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়ার পর বিক্ষুব্ধ শ্রমিকরা শান্ত হন। ওসি আরও জানান, ঘটনার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED