Loading Now

বন্ধুর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবককে ধরল এলাকাবাসী

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া করতে এসে পরকীয়া প্রেমিক মিরাজ সিকদার (৪০) ও গৃহবধূ রহিমা বেগমকে (৩৫) আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার কলারণ চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন।

রহিমা বেগম (৩৫) উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কলারণ গ্রামের মোঃ মনির জোমাদ্দারের স্ত্রী। সে দুই সন্তানের জননী। অন্যদিকে প্রেমিক মিরাজ সিকদার পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠি গ্রামের হেমায়েত শিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, মোঃ মনির জোমাদ্দার ও মিরাজ সিকদার এক সঙ্গে মালবাহী জাহাজে কাজ করার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। একপর্যায়ে মনির জোমাদ্দারের স্ত্রী রহিমা বেগমের সঙ্গে বন্ধু মিরাজ সিকদারের পরিচয় হয়। পরে স্ত্রী রহিমা বেগম ও মিরাজ সিকদারের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার রাতে মনির জোমাদ্দারের ঘরে স্ত্রী রহিমা বেগম ও তার বন্ধু মিরাজ সিকদারকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদেরকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন জানান, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে মনির জোমাদ্দারের ঘর থেকে এলাকাবাসী দুইজনকে আটক করে। তাদের উভয়কে জেল হাজতে পাঠানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED