ববিতে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির আয়োজিত দুই দিনব্যাপি এ প্রকাশনা উৎসব উদ্বোধন করেন জামায়াতে ইসলামী বরিশাল মহানগর কর্মপরিষদের সদস্য ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু।
প্রকাশনা উৎসবে ইসলামী সাহিত্য, নববর্ষের প্রকাশনা, সদস্য ও কর্মী সিলেবাস সহ জুলাই আন্দোলনের ঘটনা সম্বলিত ক্যালেন্ডার প্রকাশ করা হয়। এর মাধ্যমে যে কেউ চাইলে এই সংগঠনের সাথে যুক্ত হতে পারবে। আজ ৫ ফেব্রুয়ারি শেষ হবে এই উৎসব।
এদিকে, উৎসব উদ্বোধন অনুষ্ঠানে জামায়াত নেতা আমিনুল ইসলাম খসরু বলেন, এই উৎসব শিক্ষার্থীদের ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনে, মেধা মনন বিকাশে গুরুতবপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশনা উৎসবে আরো উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হকসহ বরিশাল মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
Post Comment