ববিতে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর দায়িত্ব নিলো ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া এক নারী শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে ভর্তি হতে পারছিলেন না। বিষয়টি এই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। তার এই সংকটের কথা জানতে পেরে এগিয়ে আসে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
ছাত্রদলের সাবেক নেতা মোশাররফ হোসেন, সাবেক সহ-সভাপতি কায়ুম তালুকদার এবং মেহেদী হাসান বাপ্পি সম্মিলিতভাবে ওই শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত সকল খরচ বহনের সিদ্ধান্ত নেন। শুধু ভর্তি নয়, প্রয়োজনে ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন তারা। সোমবার (৩০ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন মোশাররফ হোসেন।
তিনি বলেন, আমি মনে করি ছাত্রদল শুধুই একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের আশার বাতিঘর। শিক্ষা সবার অধিকার। কোনো শিক্ষার্থী যেন ভর্তি বা একাডেমিক প্রক্রিয়ায় পিছিয়ে না পড়ে সেটি নিশ্চিত করাই আমাদের দায়বদ্ধতা।
ছাত্রদল বিশ্বাস করে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নের পথে মানবিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ শক্তি। আমরা সেই শক্তি হতে চাই। এই মহতী কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে যারা পাশে ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি কাউয়ম তালুকদার। তাদের দিকনির্দেশনা ও প্রেরণাই ছিল আমাদের এগিয়ে যাওয়ার পাথেয়।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতি করে। শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য দাবির পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। এই শিক্ষার্থীর আমরা দায়িত্ব নিয়েছি এবং ভবিষ্যতেও এমন যেকোনো শিক্ষার্থীর পাশে দাঁড়াবো।
Post Comment